বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত আসর কান চলচ্চিত্র উৎসবের দিন প্রায় ফুরিয়ে যাচ্ছে। আর একই সঙ্গে আলোচনার আওয়াজ বাড়ছে স্বর্ণপাম নিয়ে। কিন্তু ব্যাপারটি পরিষ্কার হবে ২৪ মে উৎসবের শেষ দিনে। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে। ১২ দিনের এই আয়োজনের প্রথম ভাগে কানের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপামের দৌড়ে এগিয়ে আছে টড হায়েন্স পরিচালিত 'ক্যারল' এবং ল্যাজলো নেমেসের 'সান অব সাউল'। এ দুটি ছবির মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কেট ব্ল্যানচেট ও রুনি মারা অভিনীত 'ক্যারল'র গল্প নারী সমকামিতা। সমুদ্রতীরবর্তী শহরটিতে এরই মধ্যে আওয়াজ উঠেছে, আগামী বছরের অস্কারও মাতাবে এটি। তবে 'ক্যারল' হতাশ হতে পারে 'সান অব সাউল' ছবির জন্য। এটি হাঙ্গেরিয়ান নির্মাতা নেমেসের প্রথম ছবি। তাই ক্যামেরা দ'র পুরস্কারের দৌড়েও আছেন তিনি। তার ছবিটি সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। জার্মানিতে নাৎসিদের গ্যাস চেম্বার হয়ে উঠেছিল বন্দীশিবির ও মৃত্যুপুরী। সেই নির্মম সময়ে নিজের পরিবারের কয়েকজনকে হারিয়েছেন নিমেষে। তাই প্রথম ছবি বানানোর জন্য তিনি বেছে নিয়েছেন সেই হত্যাকাণ্ড। ফরাসি পত্রিকা লে মন্দ মন্তব্য করেছে, ঘৃণ্য সেই হত্যাকাণ্ডের ইতিহাসকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতেই যে ছবিটি বানানো হয়েছে তা পরিষ্কার। আশা করা হচ্ছে, কোয়েন ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে কাজ করা বিচারকদের প্যানেলের সবচেয়ে বেশি ভোট আসবে এ ছবির ঘরে। সমালোচকরা মনে করছেন, বিশ্ব উন্নত চলচ্চিত্রের জন্য বছরটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ কানের প্রতিযোগিতা বিভাগের ১৯টি ছবির বেশিরভাগই তাদের মুগ্ধ করেছে। দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর ফলে ইতালিয়ান নির্মাতা ন্যানি মোরেত্তির 'মাই মাদার', হিরোকাজু কোরি-ইদার 'আওয়ার লিটল সিস্টার্স', মাত্তিও গ্যারোনের 'দ্য টেল অব টেলস' ছবি তিনটিও লড়াইয়ে আছে বলে ভাবা হচ্ছে। উৎসবের দ্বিতীয় ভাগে রাখা ছবিগুলোর মধ্যেও অনেক সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনোর 'ইয়ুথ', শ্রীলঙ্কার শরণার্থীকে নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াদের 'ধীপান', চীনা নির্মাতা জিয়া ঝ্যাংকির 'অ্যা টাচ অব সিন' উল্লেখযোগ্য।