প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ-এর নতুন চলচ্চিত্র 'ছিন্নমূল'-এর শুটিং শুরু হয়েছে। ১৫ মে থেকে সাভারে ডিপজলের বাড়িতে চিত্রধারণ শুরু হয়। চলবে আজ পর্যন্ত। এরপর শুটিং শুরু হবে কক্সবাজারে। কাজী হায়াৎ বলেন, বরাবরের মতো এবারও সমকালীন সমস্যার চিত্র ও এর সমাধানের বক্তব্য নিয়ে বিনোদন নির্ভর করে চলচ্চিত্রটি নির্মাণ করছি।
ছবির গল্প লিখেছেন নির্মাতা। যৌথভাবে প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন ও কাজী মারুফ ফিল্মস। এর অভিনয় শিল্পীরা হলেন- কাজী হায়াৎ, কাজী মারুফ, লাঙ্ চ্যানেল আই সুন্দরী অরিন প্রমুখ।