বলিউডের অনেকে বিয়ের জন্য তোড়জোর শুরু করলেও এই মুহূর্তে সাত পাকে বাঁধা পড়তে রাজি নন সোনম কাপুর। বর্তমানে একাকিত্ব জীবনটায় ভালোভাবেই উপভোগ করছেন বলে বিয়ের প্রসঙ্গই আনতে চান না এই অভিনেত্রী।
সম্প্রতি এক ফ্যাশন শো'তে আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনে তৈরি ‘বারানসী ব্রাইড’-এর পোশাকে র্যাম্পে হাঁটেন তিনি। সেখানেই সাংবাদিকরা সোনমের কাছে জানতে চান, কবে তিনি বিয়ে করছেন? এসময় তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘কেন আমাকে সকলেই বিয়ের কথা বলবে সবসময়!’
আবু-সন্দীপ জুড়ির পোশাক নিয়ে দারণ খুশি ‘খুবসুরত’-নায়িকা। বেনারস শহর নিয়েও তার উচ্ছ্বাস কম নয়। আনন্দ এল রাইয়ের ‘রঞ্জনা’ ছবির নায়িকা হওয়ার সুবাদে এই শহরের প্রতি তার যে দুর্বলতা রয়েছে সে কথাও খোলাখুলি জানালেন সোনম।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৫/মাহবুব