আবারও একসঙ্গে দেখা গেল বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। বুধবার চণ্ডীগড় এয়ারপোর্টে তাঁদের একসঙ্গে চেক-ইন করতে দেখা গেছে। কিছু দিন আগেই আনুশকাকে সারপ্রাইজ দিতে শুটিং স্পটে গিয়েছিলেন বিরাট। এমন খবর নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আজ ফের চন্ডীগড় এয়ারপোর্টে তাদের একসঙ্গে দেখা গেল।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, চণ্ডীগড়ের বারাদরি প্যালেসে ‘ফিলাউরি’-র শুটিং চলাকালীন সময়ে নাকি হঠাৎ-ই শুটিং স্পটে যান বিরাট। আর তাকে দেখে বেশ আনন্দিত হন আনুশকা। পরে ওই প্যালেসের ছাদে তোলা বিরাটের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় আসলে খবরের সত্যতার ব্যাপারে নিশ্চিত হয় বলিপাড়া।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৬/ আফরোজ