দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক আদিত্য চোপড়ার পরবর্তী মুভিতে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুভিটিতে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এটিই এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল মুভি হতে যাচ্ছে বলে গুজব ছড়িয়েছে। সেলিব্রেটি ওয়েবসাইট ডেকান ক্রনিকল তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর ইন্ডিয়া টুডে'র
শাহরুখ খান এখন ইমতিয়াজ আলীর একটি মুভিতে কাজ করছেন। এরপরই বন্ধু আদিত্য চোপড়ার মুভিতে কাজ শুরু করবেন বলে খবরে বলা হয়।
উল্লেখ্য, শাহরুখ এর আগেও যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। সন্তোশ সিভান পরিচালিত ২০০১ সালে নির্মিত 'অশোকা' মুভিতে একজন যোদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে মুভিটি পুরো ফ্লপ করেছিল।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ