প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মানহানির মামলায় মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানাকে 'ক্লিনচিট' দিয়েছে পুলিশ।
গত ৬ জুন উত্তরা থানা পুলিশের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তাকে এ ক্নিনচিট দেওয়া হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন মামলার আইও অফিসার এসআই নাসির।
জানা গেছে, পুলিশের দেওয়া প্রতিবেদনে ঈশানার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন প্রযোজক প্রেম। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ১২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন নেন।
মামলার এজহারে বলা হয়, গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা বাদীর অনুপস্থিতে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। একই সঙ্গে নিজের ফেসবুকেও প্রেমকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেন তিনি। এতে বাদির মানহানি হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব