বেশ কিছুদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছে। জানা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বনিবনা হচ্ছে না অ্যাশের। আর এ নিয়েই যত গণ্ডগোল। সম্প্রতি ঐশ্বরিয়া অভিনীত 'সর্বজিৎ' ছবির বিশেষ প্রদর্শনীর সময় বিষয়টি সবার নজরে আসে। যেখানে উপস্থিত ছিলেন গোটা বচ্চন পরিবার। সে সময় আলোকচিত্রীরা তাদের একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিতে বললে অভিষেক পাত্তা না দিয়ে চলে যেতে থাকেন। এমনকি স্ত্রীর ডাকেও সাড়া দেননি তিনি। এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়।
তবে গুঞ্জন মাত্রা ছাড়াতে শুরু করলে আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি ছোট বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। তাদের সম্পর্ক নিয়ে জুনিয়র বচ্চন বলেন, 'আমি সত্যটা জানি এবং আমি এটাও জানি, মিডিয়াকে কত দূর পর্যন্ত সিরিয়াসলি নিতে হয়। কেউ আমার ও ঐশ্বরিয়ার দুনিয়ায় হুকুম চালাক সেটা আমি চাই না। আমরা কীভাবে জীবন যাপন করবো, সেটা বাইরের কেউ সেটা ঠিক করবে না। ও জানে আমি ওকে কতোটা ভালোবাসি এবং আমি জানি ও আমাকে কতোটা ভালোবাসে।'
৪০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, 'আমাদের অজান্তেই যদি আপনারা নিজেদের মতো করে সবকিছু বুঝে নিয়ে সেভাবে প্রচার করেন, তবে তা–ই করুন। আমি তো সবসময় মিডিয়াকে খুশি রাখতে পারবো না। মিডিয়া কী বললো না বললো, সেটা আমার জীবন ও বিয়ের সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কে কী বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না।'
বিডি-প্রতিদিন/এস আহমেদ