ভারতের মতো বাংলাদেশের রাজনীতিতেও শোবিজ অঙ্গনের তারকাদের আবির্ভাব বাড়ছে। এরইমধ্যে আসাদুজ্জামান নুর, তারানা হালিম, কবরিসহ অনেকেই সংসদের চৌকাঠ মাড়িয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিল করেন তিনি। জ্যোতি বলেন, ''এলাকাবাসীর আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি।''
গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন জ্যোতি।
জ্যোতি বলেন, ''এলাকার মানুষের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি জাতীয় সংসদের ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ থেকে মননোয়ন চেয়েছি। আশা করি বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে প্রার্থী করবেন।''
প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। জ্যোতি বলেন, ''আমি গৌরীপুরের মেয়ে। এলাকার মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমি সব সময় আমার এলাকার মানুষের জন্য কাজ করবো।''
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ