'বেফিকরা' শিরোনামের একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও নবাগতা দিশা পাতানি। রোমান্টিক এই গানটির প্রথম লুক টুইটারে শেয়ার করেছেন টাইগার নিজেই। গত এক বছরের বেশি সময় ধরে এ দুজন প্রেম করছেন বলেও বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর ইন্ডিয়া টুডে'র
'বেফিকরা' গানটি কম্পোজ করেছেন মীত ব্রস আর নির্মাণ করেছে 'টি সিরিজ'। গানটি পরিচালনা করেছেন স্যাম আহমেদ। গত কয়েকদিন ধরে প্যারিসে গানটির শুটিং করেছেন টাইগার ও দিশা। প্রথম লুক প্রকাশের পাশাপাশি গানটির একটি টিজারও ছেড়েছেন টাইগার শ্রফ।
এদিকে, টাইগার শ্রফের পরবর্তী মুভিটি হচ্ছে 'দ্য ফ্লাইং জেট'। রেমো ডি'সুজার এই মুভিতে একজন সুপারহিরোর চরিত্রে দেখা যাবে তাকে। মুভিটি আগামী ২৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। অপরদিকে, দিশা পাতানির বলিউড অভিষেক ঘটতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক মুভি 'এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি'র মধ্য দিয়ে। নীরাজ পান্ডের এই মুুভিতে তার বিপরীতে আছেন সুশান্ত সিং রাজপুত।
বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৬/শরীফ