বেশ কয়েক মাস হলো রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু এখনো অনেকেই তাদের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে বিচার বিশ্লেষণ করে যাচ্ছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে রণবীর নাকি তার প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন ।
মুম্বাই মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী রণবীর নাকি ক্ষমা চেয়ে তার প্রতিবেশীদের সবাইকে অ্যাপোলজি নোট পাঠিয়েছেন। তবে এই ক্ষমা চাওয়ার পিছনে ক্যাটরিনার কোন হাত নেই। সম্প্রতি রণবীর পালি হিলে নতুন একটা ফ্ল্যাট কিনেছেন। আর সেই ফ্ল্যাটের রেনোভেশনের কাজ চলায় তার শব্দে প্রতিবেশীরা বিরক্ত। এই কারণেই তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন রণবীর।
গভীর রাত পর্যন্ত নাকি বাড়ির কাজ চলছে। আর সেই আওয়াজে অতিষ্ঠ হয়ে রণবীরের প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তাই বাধ্য হয়ে রণবীর সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবাইকে আশ্বাস দিয়েছেন সন্ধ্যা সাড়ে সাতটার পর আর বাড়ির কাজ চলবে না।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৬/হিমেল-০৫