হলিউডের জনপ্রিয় মুভি 'রাম্বো'র ভারতীয় ভার্সন নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এতে সিদ্ধার্থ মালহোত্রা লেজেন্ডারি এই চরিত্রে অভিনয় করতে পারেন বলে সংবাদ সংস্থা আইএএনএস তাদের এক প্রতিবেদনে জানায়। তবে অভিনয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে মিয়ামি থেকে জানিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা নিজেই। খবর ইন্ডিয়া টুডে'র
'রাম্বো'র ভারতীয় সংস্করণে ঋত্বিক রোশন অভিনয় করছেন বলে এর আগে কয়েকটি খবরে দাবি করা হয়েছিল। তবে এ অভিনেতা এ খবর নাকচ করে দিয়েছেন। এরপরই এই চরিত্রে সিদ্ধার্থের কথা শোনা যাচ্ছে। রাম্বো'র চরিত্রটির হলিউড ভার্সনে অভিনয় করেছেন সিলভেস্টার অালোন।
এদিকে, 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' অভিনেতা সিদ্ধার্থ এখন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে একটি মুভির শুটিং করছেন। মুভিটির নাম এখনো ঠিক হয়নি। তার পরবর্তী মুভি 'বার বার দেখো' চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৬/শরীফ