বিয়ের পিঁড়িতে বসেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ! পাত্রী টলিউডের নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। তারা দু'জনেই শাস্ত্র মেনে বর-কনে সেজেছেন, সাত পাক ঘুরে একে অন্যের গলায় মালা বদল করবেন।
তবে এমনটা বাস্তবে নয় শ্রেফ অঙ্কুশ অভিনীত নতুন একটি ছবিতে দেখা যাবে। ছবির নাম 'কেলোর কীর্তি'। এটি পরিচালনা করছেন রাজা চন্দ। বর্তমানে ছবিটির নির্মাণ কাজ চলছে ভারতের পাটনা প্রদেশে।
'কেলোর কীর্তি' ছবিতে অভিনয় করছেন টালিগঞ্জের একঝাঁক তারকা। অঙ্কুশ-কৌশানী ছাড়াও আছেন দেব, মিমি, জিশু, নুসরাতসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ১৬/ সালাহ উদ্দীন