সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে খবর, বন্ধু বিপাশা বসুর বিয়েতে সালমান খান ১০ কোটি রুপির একটি বাড়ি উপহার দিয়েছিলেন। তবে কানে পৌঁছানো মাত্রই ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা। এক টুইট বার্তায় প্রতিবেদনটিকে 'রাবিশ' বলে উল্লেখ করেছেন তিনি। খবর এনডি টিভির।
৩০ এপ্রিল মুম্বাইয়ে ধুমধাম করে হয়ে গেল হিন্দি সিনেমার অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের বিয়ে। বাঙালি রীতিতে হওয়া সেই বিয়েতে উপস্থিত ছিলেন সালমান খান, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো বলিউড তারকারা। আর সেই বিয়েতেই সালমান খান ১০ কোটির রুপির বাড়ি উপহার দেন বলে সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমে প্রকাশিত হয়।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব