বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। তা দীর্ঘদিনের বান্ধবী আনকিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদই হোক বা অভিনেত্রী কৃতি শাননের সঙ্গে প্রেমের গুজব-ই হোক।
আনকিতার সঙ্গে সম্পর্কচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছে যে সুশান্ত নাকি 'রাবতা' মুভিতে তার সহ-অভিনেত্রী কৃতির সঙ্গে প্রেম করছেন। যদিও দু'জনের কেউই এ ব্যাপারে এতদিন মুখ খোলেননি। তবে শেষ পর্যন্ত তারা নিজেদের মধ্যকার প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন বলে সেলিব্রেটি ওয়েবসাইট 'বলিউডলাইফডটকম' তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। সুশান্ত ও কৃতির মধ্যকার সম্পর্ক বন্ধুত্ব ছাড়িয়ে আরো বেশি কিছু বলেও খবরে বলা হয়।
'রাবতা' মুভির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরো বলা হয়, অভিনেত্রী কৃতি শানন নাকি এখন তার জীবনের সবচেয়ে সুখী মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছেন।
এদিকে, 'রাবতা'র শুটিং শেষে সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্ট থেকে দেশে ফিরেছেন সুশান্ত-কৃতি দুজনই। সেখানে শুটিংয়ের ফাঁকে ফাঁকে দুজন একান্তে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বলে শোনা যায়। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ