ঘরের ড্রেসিং টেবিল মেরামত করার সময় কাচের আঘাতে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শায়লা সাবি। বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে রাত সাড়ে ১২টায় ফেসবুকে নিজের রক্তাক্ত একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে শায়লা সাবি লিখেছেন, ‘দুর্ঘটনা, শুটিং নয়, সত্যি।’
যদিও দুর্ঘটনার কারণ তিনি ফেসবুকে উল্লেখ করেননি। কিন্তু স্ট্যাটাসের কমেন্টে ত্রয়ী ইসলাম নামের নায়িকার ঘনিষ্ঠ একজন জানান, ঘরের ড্রেসিং টেবিল মেরামত করার সময় একপাশের তাক থেকে কাচ খুলে শায়লা সাবির ওপর পড়লে মারাত্মক আঘাত পান তিনি। তার কপালে কাচ ঢুকেছে।
‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শায়লা সাবি। এরপর থেকে টিভি নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। গত বছর মুক্তি পাওয়া আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’-এ অভিনয় করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব