অনেকদিন ধরেই সালমান খানের সঙ্গে ইউলিয়া ভান্তুরকে জড়িয়ে নানা রকম আলোচনা-সমালোচনা চলছে। দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এমন জল্পনা তো আছেই। যদিও সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। তবে সব অনুষ্ঠানে সালমান-ইউলিয়া একসঙ্গেই যাচ্ছেন। বর্তমানে তারা আলোচনায় এসেছেন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে যোগ দেওয়া নিয়ে।
বান্দ্রা দক্ষিণের বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টি মানেই ভিআইপি অতিথিদের পদচারণা। আর এজন্য এই ইফতার পার্টি বরাবরই আলোচনায় থাকে। রাজনীতি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী, খেলোয়াড় ইত্যাদি সব ক্ষেত্র থেকেই নামকরা ব্যক্তিরা আমন্ত্রণ পান সিদ্দিকীর ইফতার পার্টিতে। এরকমই এক ইফতার পার্টিতে নতুন করে শুরু হয়েছিল বিখ্যাত দুই খান শাহরুখ আর সালমানের বন্ধুত্ব। এবারের পার্টিতে সালমান-ইউলিয়া যুগলের কাছ থেকে নতুন কোনো খবর আসে কিনা সেদিকেই দৃষ্টি সকলের।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন, ২০১৬/ আফরোজ