হলিউডের জনপ্রিয় নতুন স্টার ট্রেক মুভি সিরিজের অভিনেতা এন্টন ইয়েলচিন এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল রবিবার সকালের দিকে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। এন্টনের মুখপাত্র জেনিফার আলেন এ খবর নিশ্চিত করেছেন।
অভিনেতা এন্টনের জন্ম রাশিয়ায়। তবে তার বাবা-মা তার শৈশবকালেই তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসে।
সাম্প্রতিক মুক্তি পাওয়া স্টার ট্রেক সিরিজের মুভিগুলোতে চেকভের চরিত্রে অভিনয় করেছেন এন্টন। এছাড়া 'লাইক ক্রেজি' ও 'আলফা ডগ' মুভিতেও অভিনয় করেন তিনি। খবর এপির
বিডি-প্রতিদিন/২০ জুন ২০১৬/শরীফ