সুলতান নিয়ে ফের বিতর্কে সালমান খান। এবার নিজেকে এক ধর্ষিতার সঙ্গে তুলনা করলেন তিনি। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। বিশেষ করে টুইটারে বহু নারী এই নিয়ে সালমানকে কটাক্ষ করছেন।
হঠাৎ কেন সালমান এমন মন্তব্য করতে গেলেন? আসলে নিজের শরীরের হাল বোঝাতে ধর্ষণের শিকার হওয়া নারীর প্রসঙ্গটি টানেন। সালমানের মতে, সুলতানের জন্য তাকে এমন পরিশ্রম করেত হয়েছে যে, শট শেষ হলে তার মধ্যে এনার্জি বলে আর কিছু থাকে না। শটের পর নড়া-চড়া করতেও অসুবিধা হয়। এই অনুভূতিটা ঠিক যেন ধর্ষণের শিকার হওয়া নারীর মতো।
সালমানের এই সাক্ষাৎকার সামনে আসার পর থেকেই টুইটারে কটাক্ষ করেছেন অনেক নারী। কেউ কটাক্ষ করেছেন আর কেউবা কড়া তির্যক মন্তব্য নিক্ষেপ করেছেন সল্লুকে।
বিডি-প্রতিদিন/ ২১ জুন ১৬/ সালাহ উদ্দীন