বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় ঈদের এক বিশেষ অনুষ্ঠানে চমক হিসেবে থাকছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। ঈদের পরের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে বলিউডের এই জনপ্রিয় গায়কের অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’।
গত ২৯ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা সমগ্র অনুষ্ঠানটি ধারণ করে। এবারের ঈদে সেই ধারনকৃত অংশটিই প্রচারিত হবে। দেবাশিষ বিশ্বাস ও আমব্রিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও গান পরিবেশন করেন আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান।
বিডি প্রতিদিন/২১ জুন ২০১৬/হিমেল-১৬