গত শুক্রবার মুক্তির প্রথম দিনে বক্স অফিসে আয়ের দিক দিয়ে শুরুটা বেশ ভালো হলেও দিন যত যাচ্ছে ততই যেন ঝিমিয়ে পড়ছে শহীদ কাপুরের 'উড়তা পাঞ্জাব' মুভিটি। প্রথম দিনে যেখানে এটির আয় ছিল ১০.০৫ কোটি রুপি সেখানে চতুর্থ দিনে গত সোমবার এটি মাত্র ৪.৫ কোটি রুপি আয় করে। ফলে ১৭ জুন মুক্তির পর থেকে গত চার দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮.৩ কোটি রুপি। বলিউড মুভির বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
দীর্ঘ আইনি লড়াই ও ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের সঙ্গে তিক্ততা শেষে অবশেষে ১৭ জুন মুক্তি পায় অভিষেক চৌবে পরিচালিত 'উড়তা পাঞ্জাব। মুভিটিতে পাঞ্জাব রাজ্যে মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। এতে শহীদ ছাড়াও অভিনয় করেছেন অালিয়া ভাট, কারিনা কাপুর ও দিলজিত দোসাঞ্জ।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ