'সুলতান' ছবির শ্যুটিংয়ে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ছবির দৃশ্যের শুটিং শেষে তার নিজেকে একজন ধর্ষিতা নারীর মতো মনে হতো।
এমন মন্তব্যের পর চারদিক থেকে সমালোচনার ঢেউ ধেয়ে আসে বলিউড সুপারস্টারের দিকে। যদিও এই বেফাঁস মন্তব্য করার সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পারেন‚ এবং বলেন, 'আমার এই ধরণের তুলনা করা উচিত নয় ……।' কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া‚ বিভিন্ন রাজনৈতিক দল এবং মহিলা কমিশন‚ প্রত্যেকেই বলছেন এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত সালমানের।
তবে, এখন অবধি এই নিয়ে কোনো মন্তব্য করেননি সালমান খান। কিন্তু সালমানের হয়ে ক্ষমা প্রার্থনা করলেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান। একের পর এক টুইট করে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
টুইটারে সেলিম খান লেখেন, সালমান যা বলেছে নিঃসন্দেহে এইরকম তুলনা টানা উচিত হয়নি। কিন্তু তার উদ্দেশ্য খারাপ ছিল না। এরপর আবার টুইট করে তিনি জানান, সালমানের হয়ে আমি তার ভক্ত-বন্ধু-বান্ধবদের কাছে ক্ষমা চাইছি। মানুষমাত্রই ভুল হয়। ওকে ক্ষমা করে দিন।'
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব