বেফাঁস মন্তব্যের জেরে সালমান খানকে খোলা চিঠি এক ধর্ষিতার। সেখানে জোরালোভাবে ধিক্কার জানিয়েছেন পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজকর্মী সুনীতা কৃষ্ণণ| তিনি নিজেই জীবনের কোনো এক সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন।
সুনীতার বক্তব্য‚ ধর্ষিতার সঙ্গে তুলনা করে সালমান বুঝিয়ে দিয়েছেন‚ ধর্ষণের মতো অপরাধ বা ধর্ষিতার অপমান-যন্ত্রণা তার কাছে কতটা তুচ্ছ-তাচ্ছিল্য ও লঘু। সুনীতা এও লিখেছেন‚ এটা নির্মম সত্য যে, আজ সালমান খান একজন তারকা।
সুনীতা মনে করেন‚ শুধু একজন বিকৃত মনের ব্যক্তিই ধর্ষণ নিয়ে এরকম মন্তব্য করতে পারেন। তাই তার কাছে‚ সালমানের নাম উচ্চারণ করা মানে, তাকে অযথা বেশি সম্মান দেওয়া।
প্রসঙ্গত, 'সুলতান' ছবির শ্যুটিংয়ে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ছবির দৃশ্যের শুটিং শেষে তার নিজেকে একজন ধর্ষিতা নারীর মতো মনে হতো। এরপরই চারদিক থেকে সমালোচনার ঢেউ ধেয়ে আসে বলিউড সুপারস্টারের দিকে।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব