পুরুষ চরিত্রের প্রতি বেশি ফোকাস থাকায় ইমতিয়াজ আলীর মুভি 'তামাশা'য় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। তবে এ নিয়ে কোনো দুঃখবোধ নেই বলেও 'সুলতান'খ্যাত এ তারকা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
গত বছরের ২৭ নভেম্বর মুক্তি পায় রোমান্টিক ধাঁচের মুভি 'তামাশা'। এর প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন রনবীর কাপুর। আর আনুশকার পরিবর্তে এর মূল নারী চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন। মুভিতে দীপিকার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।
তাই দীপিকার মতো করে পারফরম্যান্স করতে পারতেন কিনা এমন এক প্রশ্নে আনুশকা বলেন, 'এতে আমার কোনো সন্দেহ নেই যে যদি আমি অভিনয় করতাম তাহলে প্রশংসা পেতাম। ইমতিয়াজ আলীর মুভিতে অভিনয়ের সুযোগ যে কোনো তারকার জন্য ভালো কারণ সে একজন চমৎকার পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীদের সাথে সে বেশ ভালো সম্পর্ক বজায় রাখে।'
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ