অবশেষে নিজের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন বলে সালমান নিজেই এ ঘোষণা দিলেন। তবে কোন বছরের ১৮ নভেম্বর এ ব্যাপারে রহস্য থেকেই থেকেই গেলো। টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী উন্মুক্ত করার এক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন 'সুলতান' তারকা। অবশ্য সালমান নিজ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে এমন ঘোষণা দেননি। সানিয়া মির্জার এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন তিনি। সেইসঙ্গে কাকে বিয়ে করছেন এ ব্যাপারেও কিছু জানাননি সালমান। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
নিজের আত্মজীবনী উন্মুক্ত করার অনুষ্ঠানে সানিয়া মির্জা সালমানকে প্রশ্ন করেন, 'প্রত্যেকে জানতে চায় আপনি কখন বিয়ে করছেন।' একথা শুনে কী বলবেন তা ভাবতে গিয়ে সালমান কিছুক্ষণ নিরব থাকেন। পরক্ষণেই হঠাৎ করে বলে উঠেন, '১৮ নভেম্বর'।
এরপর তিনি বলতে থাকেন, 'হ্যাঁ, ১৮ নভেম্বরই। ইয়ে কুচ বিশ পঁচিশ নভেম্বর সে চল রাহি হে। লেকিন পাতা নাহি কনসে সাল মে হোগা। লেকিন হোগা।'
উল্লেখ্য, সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা এবং তার বোন অর্পিতাও ১৮ নভেম্বর বিয়ে করেছেন। তাই সালমানও ১৮ নভেম্বর বিয়ে করছেন কিনা এ রকম ফিসফিসানি অনুষ্ঠানস্থলে ভেসে বেড়াচ্ছিল।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/শরীফ