পরিবারের সম্মান রক্ষার্থে (অনার কিলিং) বোনকে শ্বাসরোধে হত্যা করেছি বলে স্বীকার করেছেন পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ হত্যায় অভিযুক্ত তার ভাই ওয়াসিম আজীম। খবর আল-জাজিরার।
গত শনিবার বোনকে হত্যার পর রবিবার সেন্ট্রাল পাকিস্তানের ডেরা গাজী খান থেকে গ্রেফতার করা হয় ওয়াসিম আজীমকে। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে কান্দিল বালোচের ভাই এমনটাই দাবি করেন।
পুলিশ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াসিম আজীম বলেন, হ্যাঁ, অবশ্যই, আমি আমার বোন কান্দিল বালোচকে হত্যা করেছি। তবে এতে আমি অনুতপ্ত নই।
ওয়াসিম বলেন, ওই দিন রাতে কান্দিল বালোচ গ্রাউন্ড ফ্লোরে ছিলেন কান্দিল বালোচ। বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ওপরতলায় ঘুমাচ্ছিলেন। তিনি জানান, আমি প্রথমে বোনের রুমে ঢুকে তাকে একটি ট্যাবলেট দেই...এরপর তাকে হত্যা করি।
প্রসঙ্গত, প্রতিবছর পাকিস্তানে পরিবারের অমতে প্রেম, বিয়ে করাসহ নানা ঘটনায় শত শত নারীকে পরিবারের ঘনিষ্ঠ লোকজনের হাতেই এভাবে ‘অনার কিলিং’-এর শিকার হতে হয়। হতভাগ্য এই নারীদের সারিতে যোগ হলো ২০ বছর বয়সী কান্দিল বালোচের নাম।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব