বীরকন্যা প্রীতিলতার জীবনী নিয়ে ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে একটি উপন্যাস লিখেছিলেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এবার এই তিনি যুক্ত হলেন ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে। তিনি প্রীতিলতা চলচ্চিত্রের পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, ‘আমিই প্রথম বাংলাদেশে প্রীতিলতাকে নিয়ে উপন্যাস লিখি। প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এটা শুনেই ভালো লাগছে। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো এ ছবিটির সঙ্গে থাকার।’ তিনি আরও বলেন, ‘নারী যখন আজকের সমাজে নানাভাবে বঞ্চিত ও অবহেলিত তখন বীরকন্যা প্রীতিলতার আদর্শ ও চেতনার বিকল্প নেই। তাকে ধারণ করতে হবে প্রতিটি নারীর অন্তরে।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। ছবিটির প্রযোজনা করছে ব্লাকবোর্ড এবং রেওনেক্স।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১৩