আবার বিতর্কে বলিউড অভিনেতা সালমান খান। বিতর্ক আর সালমন খান যেন সমার্থক হয়ে গেছেন। এবার সালমান মেজাজ হারালেন বিমান বন্দরে।
আজ বিমানে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল 'সুলতান' খ্যাত সালমানের। কিন্তু তিনি নিজেই অনেক দেরি করে বিমান বন্দরে আসেন। সেই কারণেই তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। আর এতেই চরম চটে যান ভাইজান।
এতটাই ক্ষেপে গিয়েছিলেন সালমান, যে বিমান বন্দরের কর্মীদের সঙ্গে রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দেন তিনি। তবে শেষে অন্য আরেকটি বিমান ধরে রাজধানীর উদ্দেশ্যে উড়ে যান তিনি। এই বিষয়ে সালমান বা বিমান বন্দর কোন পক্ষ থেকেই কোন বিবৃতি পাওয়া যায়নি। কিন্তু তবুও নায়কের এই ধরনের নিয়ম বহির্ভূত আবদার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে তার 'বেপরোয়া' হাবভাব নিয়ে।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১৬