পাকিস্তানি মডেল কান্দিল বালোচের হত্যায় তার ভাই মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, খুনের কথা কবুল করে সে বলেছে, ''বেশ করেছি।''
শুক্রবার মুলতানে পারিবারিক বাড়ি থেকে উদ্ধার করা হয় কান্দিল বালোচের দেহ। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও ময়নাতদন্তে কান্দিলের শরীরে বিষক্রিয়ায় ইঙ্গিত পাওয়া গেছে। শুক্রবার খুন হওয়ার দিনেও কান্দিল সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, ''আমাকে যতবারই টেনে নামানো হোক, তাতে আমার কিছু যায়-আসে না। আমি একজন যোদ্ধা। আমি উঠে দাঁড়াবোই।''
তাকে হত্যার ঠিক পরে যখন তার দেহ উদ্ধার করা হয়েছিল, সেই সময়ে তার একটি ভিডিও তোলা হয়। সেটি এসেছে প্রকাশ্যে।
দেখুন ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ