মাত্র কয়েকদিন আগেই কারিনা কাপুর খানের মা হওয়ার খবর সবাইকে জানিয়েছেন সাইফ আলি খান। তারপর থেকেই তাকে নিয়ে নানা রকম খবর। প্রতিদিন তাকে সেই প্রসঙ্গে নানা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। কখনও বলা হচ্ছে, তিনি কবে থেকে মেটারনিটি লিভ নিচ্ছেন? আবার কখনও প্রশ্ন করা হচ্ছে, এই পরিস্থিতিতেও তিনি কীভাবে অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। আর এতেই বেজায় চটেছেন কারিনা।
একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রসঙ্গে ফের প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, 'আমি অন্তঃসত্ত্বা, মৃতদেহ নই। আর মেটারনিটি লিভ কেন নেব? বিয়ে করা কিংবা মা হওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। প্রতিদিন পৃথিবীতে প্রচুর মহিলা মা হন। কোথায় তাদের নিয়ে তো এত মাতামাতি করা হয় না? তাই আমাকে নিয়েই বা কেন এমন করা হবে? দয়া করে আমার মা হওয়া নিয়ে এত মাতামাতি করা বন্ধ করুন।'
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-০১