স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলচ্চিত্র নির্মাতা নীরাজ পাণ্ডের পরবর্তী মুভিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। এখনো নাম ঠিক না হওয়া মুভিটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র [রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং]'র একজন এজেন্টের চরিত্রে থাকবেন তাপশী পান্নু। আর এই মুভিটি-ই ২০১৫ সালে মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত থ্রিলার মুভি 'বেবি'র প্রিক্যুয়াল হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। আর এটি নীরাজ পাণ্ডে নয়, বরং শিবাম নায়ার পরিচালনা করবেন বলেও সূত্রটি জানায়। অ্যাকশন স্পাই থ্রিলার 'বেবি' মুভিতেও ছিলেন তাপশী পান্নু। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
সূত্রটি জানায়, 'বেবি'একটি ফ্রাঞ্চাইজ হবে বলে সর্বদাই মনে করা হচ্ছে। অক্ষয় ও নীরাজ এর সিক্যুয়াল বানানোর পরিকল্পনা করছেন তবে তারা এটি শুরু করবেন কেবল তখনই যখন তাদের হাতে একটি প্রকৃত স্ক্রিপ্ট আসে। 'রোস্তম' মুভির নির্মাণের সময়ই নীরাজ এ নিয়ে অক্ষয়ের সঙ্গে কথা বলেছেন। চরিত্রটি 'বেবি'র সঙ্গে সম্পর্কিত হওয়ায় অক্ষয় এটি পছন্দ করেছেন এবং তা করতে সম্মত হয়েছেন।
এদিকে, এ ব্যাপারে মন্তব্য পেতে যোগাযোগ করা হলেও নীরাজ পাণ্ডের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৬/শরীফ