'বজরঙ্গি ভাইজান' খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল মেয়েটিকে। মেয়েটি পেয়েছে মানুষের অপরিসীম মমতা। কিন্তু ক্যাটরিনা কাইফের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়ে গেল সে। ক্যাটকে লেখা শুভেচ্ছা বার্তায় সম্বোধন করেছিল আন্টি। আর তাতেই ক্যাটভক্তদের রোষানলে পড়ে গেছে।
শিশুশিল্পী হরশালি মালহোত্রা ৩৩ বছরের ক্যাটরিনাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাঠানো শুভেচ্ছা বার্তায় ‘আন্টি’ বলে ডেকেছিল। আর এ কারণে ৮ বছর বয়সী মেয়েটিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
কয়েকদিন আগেই তেত্রিশে পা রেখেছেন ক্যাট। হরশালি ক্যাটের সঙ্গে তার একটি ছবিসহ জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানায়। সবই ঠিক ছিল, বাধ সাধল ছবির ক্যাপশন। সেখানে ক্যাটরিনাকে ‘আন্টি’ বলে সম্বোধন করে হরশালি। আর এতেই ক্যাট প্রেমীদের বিরাগ ভাজন হয় ছোট্ট মেয়েটি। তবে ক্যাটরিনা কিছু মনে করেননি। বরং হরশালিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু ক্যাট অনুরাগীদের অভিযোগ, ‘আন্টি’ নয়, ক্যাটকে ‘দিদি’ বলা উচিত ছিল হরশালির।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৬/ আফরোজ