টুইটারে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলেন আরও এক হলিউড অভিনেত্রী। 'ঘোস্টবাস্টার্স'-খ্যাত কমেডিয়ান লেসলি জোন্সকে নিয়ে টুইটারে কুরুচিকর এবং বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। অভিনেত্রীর চেহারা, গায়ের রং নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন তিনি। এমনকী, তাকে চিড়িয়াখানার গরিলা বলেও ঠাট্টা করতে ছাড়েননি! প্রতিবাদ জানিয়ে টুইট করেন লেসলিও। এর পরেই টুইটার কর্তৃপক্ষ সেই ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে দেয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, টুইটারে এ ধরনের কুরুচিকর মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেবে তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ