'এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ' মুভির মধ্য দিয়ে হলিউডে অভিষেক ঘটেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি মুভিটির শুটিং সম্পন্ন করে দেশে ফিরেছেন তিনি। আর এরপর থেকেই তাকে ও তার কথিত বয়ফ্রেন্ড রনবীর সিংকে ঘিরে নানা গুজব ছড়িয়েছে। গুজব ছড়িয়েছে যে, রনবীর ও দীপিকার নাকি বাগদান হয়ে গেছে। এমনকি দীপিকা সন্তানসম্ভবা ও খুব শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। অবশেষে এসব গুজবের ব্যাপারে নীরবতা ভাঙলেন দীপিকা। গুজবকে স্রেফ গুজব বলে আখ্যায়িত করে অতি তাড়াতাড়ি বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। এফডিসিঅাই ইন্ডিয়া কুতুর উইক ২০১৬'র এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলে 'বাজিরাও মাস্তানি'খ্যাত এ অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডে'র
অনুষ্ঠানে দীপিকা বলেন, 'আমার মনে হয় ব্যাপারটি পরিষ্কার করার এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ....শিগগিরই এ ধরনের কোনো [বিয়ে] পরিকল্পনা আমার নেই। আমি সন্তানসম্ভবা নয়; বাগদত্তা নয়; আমি বিবাহিতও নয়। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার কোনো ধরনের পরিকল্পনা আমার নেই।'
এদিকে, কাজের দিক দিয়ে দীপিকাকে 'এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ' মুভিতে হলিউড অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে দেখা যাবে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির পরবর্তী মুভি 'পদ্মাবতী'তে অভিনয়ের ব্যাপারে চুক্তি সই করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৬/শরীফ