বলিউড দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর আগামী ডিসেম্বরে তাদের প্রথম সন্তান জন্মের আশা করছেন। সম্প্রতি তারা একথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এ ঘোষণা দেয়ার পর থেকেই গণমাধ্যম ও পাপারাজ্জ্বিরা কারিনার উপর বাড়তি নজর দিচ্ছেন। আর এতে সাইফিনা বেশ বিরক্ত অনুভব করছেন। ফলে মিডিয়া ও পাপারাজ্জ্বিদের হাত থেকে বাঁচতে তারা শেষ পর্যন্ত তাদের প্রথম সন্তানের জন্ম মুম্বাই নয়, বরং লন্ডনে দেয়ার কথা ভাবছেন বলে একটি সূতের বরাত দিয়ে সেলিব্রেটি ওয়েবসাইট ডেকান ক্রনিকল জানায়। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৬/শরীফ