শাহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক, তার শয্যাসঙ্গী এমনকি তার সন্তানের মা হওয়ার খবর দিয়ে কিছুদিন আগেই সর্বত্র আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন পাকিস্তানি মডেল আরশি খান। তবে শেষ অবধি সে সব খবর আর ধোপে টেকেনি। এরপর আফ্রিদিকে বিয়ের প্রস্তাবও দেন আরশি। নানা বিতর্ক তৈরি করে বরাবরই লাইমলাইটে থাকতে চেয়েছেন পাকিস্তানি এ মডেল। এবার আফ্রিদিকে ছেড়ে তিনি ধরেছেন বলিউড হিরো সালমান খানকে। এমনকি সালমানের জন্য নিজের অর্ধনগ্ন একটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ''এটা আমার ডার্লিংয়ের জন্য। আশা করছি আমার নতুন টোনড পা আর 'বাট' তোমার পছন্দ হবে।''
ওই ছবিতে আরশিকে দেখা গেছে কালো বিকিনি পরা অবস্থায় বিছানায় শোয়া। তবে দেখা যায়নি মুখ।
কিন্তু, কেন এই অর্ধনগ্ন ছবি পোস্ট? আরশি ঘোষণা দিয়েছেন, সালমান খানের জন্য তিনি নগ্ন হতে চান। আর এই অর্ধনগ্ন ছবি তার ট্রেলার।
ছবি পোস্ট করে সালমানকে ট্যাগ করতেও ভোলেননি আরশি। আলোচনায় আসতেট্যাগ করেছেন 'এবিপি'কেও। এই লিস্টে রয়েছে ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যম। অনেকেই মনে করছেন স্রেফ প্রচারে থাকতেই আরশি এমন কাণ্ড করে চলেছেন।
গত মার্চে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরশি বলেন, ''কাজের চাপে আমরা একত্রে থাকতে পারি না বটে, কিন্তু একে-অপরের প্রতি ভালোবাসা ষোলআনা। আমার গর্ভে এখন আফ্রিদির সন্তান। মাত্র ছয় মাস পরই আমি আফ্রিদির সন্তানের জন্ম দিতে চলেছি।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ