গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী অভিনেতা রজনীকান্তের ‘কাবালি’ ছবিটি। ভারতসহ বিশ্বের বেশকিছু দেশের প্রেক্ষাগৃহে অগণিত মানুষ ছবিটি উপভোগ করেছেন। তবে হাজারো অানন্দের ভেতর কোথায় যেন বিষাদের সুর বেজে চলেছে। এর কারণ মুক্তির তিনদিন আগে অগ্রিম টিকেট না পেয়ে ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রজনীকান্তের এক ভক্ত। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।
জানা গেছে, মালয়েশিয়ার একটি সিনেপ্লেক্সে ‘কাবালি’ মুক্তির তিনদিন আগে অগ্রিম টিকেট নিতে যান এক প্রবাসী। তার ইচ্ছা ‘কাবালি’র প্রথম শো দেখবেন। কিন্তু সিনেপ্লেক্সে গিয়ে শুনলেন আগামী সাতদিনের কোনো টিকেট নেই। তারপরই কেউ কিছু বোঝার আগে ১০ তলার উপর থেকে নিচে লাফিয়ে পড়েন। আর ১০তলা থেকে লাফিয়ে জীবন দিয়ে দেয়ার মুহূর্তটি নিচ থেকে ভিডিও করছিলেন একজন। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। মালয়েশিয়ার পুলিশ আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে।
পিএ রঞ্জিতের পরিচালনায় ‘কাবালি’ ছবিতে আরও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, ধানিশকা প্রমুখ। মুক্তির প্রথম দিনে তামিল-তেলেগু ছাড়াও গোটা ভারতে আয় করেছে প্রায় ৪৫ কোটি রুপি।
বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৬/ আফরোজ