"আজ ডাবিং করছি, চলছে এখনো। টানা তিনদিন ডাবিং নিয়েই ব্যস্ত থাকবো। সবকিছু ঠিক থাকলে রবিবার সকালে ঢাকায় ফিরবো।" মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানালেন অভিনেত্রী পরীমণি। 'রক্ত' তো ইতোমধ্যে সেন্সরে চলে গেছে, তাহলে আবার কেন ডাবিং- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, " এবার হচ্ছে কলকাতার টোনে।"
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় যান হালের আলোচিত এই লাস্যময়ী। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার বহুল আলোচিত ছবি রক্ত'র ডাবিং করতে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।
পরীমণি বলেন, "এসকে মুভিজের স্টুডিওতে ডাবিং চলছে। আমাদের ওখানে যে ভাষা সচরাচর ব্যবহার হয় তা টলিউডে খুব একটা শোনা যায় না। যেমন: আপা হয়ে যায় দিদিমণি। এরকম কারণে এখানকার ভাষার টোনে ডাবিং করা হচ্ছে।
পরীমণি আরও বলেন, "অভিনেতা রোশানের ডাবিং ঢাকায় হয়েছে। কিন্তু কিছু অংশে রি-টেক প্রয়োজন। তাই আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় যোগ দেবেন তিনি।"
ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ইতোমধ্যে ইউটিউবে 'রক্ত' ছবির দুটি টিজার ও দুটি গান প্রকাশিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০১৬/ আফরোজ