ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা আয়ের দিক থেকে রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফদের চেয়েও এগিয়ে রয়েছেন। ভারতীয় একটি সংবাদপত্র সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।
ওই সংবাদপত্রে বলা হয়, সনি টিভির ‘দ্য কপিল শর্মা শো’-এর প্রতি পর্বের জন্য পারিশ্রমিক হিসেবে এর উপস্থাপক কপিল প্রায় ৬০ লাখ রুপি পেয়ে থাকেন। মাস শেষে যা দাঁড়ায় পাঁচ কোটি রুপিতে।
শুধু কপিল নন, তার অনুষ্ঠানের অন্য শিল্পীরাও আয়ের দিক থেকে বলিউডের অনেক তরুণ তারকার চেয়ে এগিয়ে আছেন।
‘ডক্টর মাশহুর গুলাটি’ চরিত্রে অভিনয় করা সুনীল গ্রোভারের পর্বপ্রতি পারিশ্রমিক ১০ থেকে ১২ লাখ রুপি। ‘পলক’ থেকে ডক্টর মাশহুরের নার্সের চরিত্রে রূপান্তর হওয়া কিকু সারদা পর্বপ্রতি আয় করেন পাঁচ থেকে সাত লাখ রুপি। কপিলের ‘নানি’র চরিত্রে অভিনয় করা আলী আসগরও পারিশ্রমিক পান কিকুর সমান। কপিলের প্রেমিকার চরিত্রে অভিনয় করা সুমনা চক্রবর্তীর আয় প্রতি পর্বে ছয় থেকে সাত লাখ রুপি।