দীপিকা, সোনাক্ষী, জ্যাকলিনদের নাকি বিয়ে হয়ে গেছে! তাও আবার ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার তিন বাসিন্দার সঙ্গে। এমন খবরে সরগরম সাহেবগঞ্জ গ্রামের আনাচ-কানাচ। এই তিনজন ছাড়াও তালিকায় রয়েছে সদ্য মা হওয়া রানি মুখার্জির নামও।
জানা গেছে, সেখানকার রেশনকার্ডেই হয়েছে এমন ভুল। উত্তরপ্রদেশের এক রেশন দোকানের লিস্ট অনুযায়ী দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও সোনাক্ষী সিনহা স্থানীয় বাসিন্দা রাকেশ চন্দ্র, সাধু লাল ও রমেশ চন্দ্রের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। খবরটি প্রথম প্রকাশ্যে আসে ফারুখাবাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে।
রেশন কার্ডের তথ্য অনুযায়ী, রামরূপ নামে এক ব্যক্তির স্ত্রী রানি মুখার্জি৷ এমনকি এই রেশন কার্ডগুলিতে বলা হয়েছে, দীপিকা জেনারেল ও বাকিরা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত। প্রত্যেক অভিনেত্রীর বার্ষিক আয় দেখানো হয়ছে ১৮০০০/- এবং ওবিসি তালিকার তিন অভিনেত্রী সরকারি ‘অন্ত্যদয়া’ স্কিমের অন্তর্ভুক্ত। এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে এপিএল ও বিপিএল কার্ডের অপব্যবহার নিয়ে।
সমাজকর্মীরা বিষয়টির প্রতিবাদ করেন ও রেশন দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কায়েমগঞ্জ তহশিলের এসডিএম অজিত সিংহ জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তকর্তাদের সঙ্গে আলোচনা হবে ও ভুল সংশোধন করা হবে৷ অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন