গত ৬ বছরে বলিউডে তার সাফল্য যে পর্যায়ে গিয়েছে তাতে তার ভক্তরা তাকে হয়তো মহাকাশেই তুলে দিয়েছে। দাবাং থেকে এক থা টাইগার। বজরঙ্গি ভাইজান থেকে সুলতান। বলিউডের সবচেয়ে বড় হিট মানেই সালমান খানের সিনেমা। সাফল্যের মহাকাশে থাকা সালমান এবার পৃথিবী ছাড়তে যাচ্ছেন। কারণ বলিউডের 'ভাইজান' এবার নভোচরের পোশাকে। তাই পৃথিবী ছেড়ে মহাকাশে যাওয়ার প্রসঙ্গ এল। কী মন খারাপ হয়ে গেল! না, ভয় পাবেন না সালমান পৃথিবীতেই থাকছেন। শুধু 'বিগ বস টেন' এর প্রচারে নভোচরের পোশাক পরেছেন।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিগ বস টেনের প্রোমোতে বলা হচ্ছে, 'তৈরি হবে নতুন ইতিহাস'। শোনা যাচ্ছে এবার বিগ বস একেবারে অন্য ধরনের হবে। অনেক সাধারণ মানুষকে বিগ বসের ঘরে দেখা যাবে। সঙ্গে থাকবে অনেক চমক। একটা সময় সঞ্চালক হিসেবে সালমানের থাকা নিয়ে সংশয় হয়েছিল। কিন্তু রেকর্ড পরিমাণ টাকা অফারের পর ফের সালমানই থাকছেন বিগ বসে। এছাড়া বিগ বসে দেখা যাবে নায়ক শাহিনি আহুজা, সুনীস গ্রোভর, রাধে মা, রাহুল রাজ সিংদের।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৮