সম্প্রতি ‘মন’ শিরোনামের একটি গানে ভিডিওতে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল। আবদার রহমানের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন ফুয়াদ। গানের ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের শিবরাম শর্মা। গানটিতে কোনালের সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক আমান রেজা। এরই মধ্যে ভিডিওটির প্রোমো প্রকাশ হয়েছে। ঈদে আসবে পুরো গান।
রিয়েলিটি শো’র মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কোনাল গান প্রসঙ্গে বলেন, ‘এই গানটি অনেক বেশি ভাল লেগেছে। গানটির কথা, সুর-সঙ্গীত বিবেচনা করে ভিডিওটি তৈরি করেছি।’ কোনাল আরও জানান, সম্প্রতি দ্বিতীয় একক অ্যালবামের রেকর্ডিং শেষ করেছেন তিনি। অ্যালবামে গান থাকবে ৮টি। গান লিখেছেন কবির বকুল, শাহান কবন্ধ, মুন, সেজুল হোসাইন প্রমুখ। সুর-সঙ্গীতে আছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ নাসের বাবু, ফুয়াদ আল মুক্তাদির ও মুন।
এদিকে ‘৭১ এর সংগ্রাম’ সিনেমার নায়ক আমান রেজা বলেন, ‘আশিক ভাইয়ের নির্মাণ বরাবরই ভাল লাগে। কোনালের গানটি যেমন সুন্দর, তেমন সুন্দর হয়েছে ভিডিওটি।’
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৯