'জনতা গ্যারেজ' সিনেমায় প্রথমবারের মতো আইটেমকন্যা হিসেবে হাজির হয়েছেন কাজল আগরওয়াল। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানটির টিজার।
শোনা যাচ্ছে, আইটেম গানটির জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন কাজল। এছাড়া বলা হচ্ছে এটিই এ যাবৎ তামিল সিনেমায় সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান। পাশাপাশি এর জন্য কাজল অনেক পরিশ্রম করেছেন বলেও জানা গেছে।
এর আগে বিন্দাবানাম, বাদশা এবং টেমপার সিনেমায় জুনিয়র এনটিআর এবং কাজলকে দেখা গেছে। এবার আইটেম গানে দেখা গেল তাদের রসায়ন।
'জনতা গ্যারেজ' সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতালা শিবা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, মোহনলাল, সামান্থা এবং নিতিয়া মেনন।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন