সালমান খান এবং ক্যাটরিনা কাইফের বিবাদ নিয়ে কম আলোচনা হয়নি বলিপাড়ায়। সেসব অবশ্য এখন অতীত। কিছুদিন আগেই একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে বিজ্ঞাপনে দেখা দিয়েছিলেন তারা। এখন শোনা যাচ্ছে একসঙ্গে দেখা যাবে ছবিতে। আবার কেউ কেউ বলছেন, ছবি নয়, সালমান-ক্যাটরিনার জুটি ফিরবে একটি বিজ্ঞাপনে।
তবে ভক্তরা ‘এক থা টাইগার’-এর পরে সালমান ক্যাটরিনার ‘অনস্ক্রিন’ রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন। এই বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি সালমান কিংবা ক্যাটরিনার কেউই। বলিউডের জল্পনা, সালমান খান চলেন নিজের খেয়ালখুশিতে। তাই যতক্ষণ না চুক্তিতে সই করছেন ততক্ষণ এই বিষয়ে মুখ খুলবেন না তিনি।
বর্তমানে সালমান খান ব্যস্ত আছেন ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে। আর ক্যাটরিনা মেতে রয়েছেন আসন্ন ছবি ‘বার বার দেখো’-র প্রচারে।
বিডি-প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ