এবার বড় পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে এমি জ্যাকসনকে। ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করছেন এমি। মাঝে কয়েকদিন শ্যুটিং বন্ধ রাখার পর নতুন করে কাজে যোগ দিয়েই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি।
সম্প্রতি টুইট করে এমন খবরই জানিয়েছেন এমি। পর্দায় রজনীকান্তের সঙ্গে লড়াই করতে দেখা যাবে তাঁকে। ছবিতে অক্ষয় কুমারও রয়েছেন খলনায়কের চরিত্রে। এস শঙ্কর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পাওয়ার কথা আগামী বছর।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/এ মজুমদার