'শিবা' ছবির মাধ্যমে অজয় দেবগনের বিপরীতে বলিউডে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে পোলিশ অভিনেত্রী এরিকা কারের। ছবিটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরিকা কার জানিয়েছেন, ধূমকেতুর মতো বলিউডের আকাশ থেকে হারিয়ে যেতে চান না তিনি, তারা হয়েই জ্বলতে চান। তাই সুযোগ পেলে আরও হিন্দি ছবিতে কাজ করার আগ্রহ আছে তার।
বলিউডে অভিষেক হওয়া প্রত্যেক অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে বড় বড় তারকাদের সাথে কাজ করা। এরিকাও তার ব্যতিক্রম নন। তবে তিনি বেশি ভক্ত বলিউড কিং শাহরুখের। এরিকা কারের আশা, কাজ ভালো লাগলে শাহরুখ হয়তো তাকে একদিন ফোন করবেন তার সাথে কাজ করার জন্য।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ ফারজানা