ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি বেশ সাড়া ফেলে দিয়েছে। বলা হচ্ছে, সদ্য স্কুল পেরোনো এই তরুণী এখন বলিউডে পা ফেলতে প্রস্তুত। এসেছেন এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রভাবশালী ফিল্মি পরিবার থেকে। কিন্তু কে এই তরুণী?
ঠিক ধরেছেন, মেয়েটি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি। এমনিতেই ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। এর আগে বিভিন্ন ছবি পোস্ট করেছেন তিনি। এমনকী সেই সব ছবি ঘিরে নানা কথাও শোনা গিয়েছিল। নভ্যা নভেলির মা, অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা কোনোদিনই ফিল্মে আসেননি। কিন্তু নভ্যা ক্রমশ বলিউডের দিকে এগোচ্ছেন বলেই খবর। সেই লক্ষ্যে নিজেকে নাকি তৈরিও করছেন। যার প্রথম ধাপ, দুর্দান্ত ফিগার।
অস্বীকার করার উপায় নেই যে, ইতিমধ্যেই ইনস্টাগ্রামে জনপ্রিয়তার বিচারে তিনি বেশ কয়েক কদম এগিয়ে গেছেন। এখানেই শেষ নয়। যদি বলিউডের গুঞ্জন সঠিক হয়, তা হলে নভ্যার লঞ্চিং-ও হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ। শোনা যাচ্ছে ‘‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’’ ছবির সিকোয়েলে তাকে লঞ্চ করতে পারেন করণ জোহর। শুধু তাই নয়, সেই ছবিতে শাহরুখ খানের ছেলে আরিয়ানকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব