ইউটিউবে প্রকাশ হলো জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত 'রক্ত' ছবির আরেকটি গান। 'হার্ট বিট' শিরোনামের এই গানটিতে অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে পরীমণিকে। এতে গতানুগতিক নাচের গণ্ডি পেরিয়ে চোখ ধাঁধানো নাচের মিশেল ঘটিয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে রোশানসহ দলীয় ড্যান্স। আজ মঙ্গলবার রাত ৮টায় এই টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই নিয়ে মোট তিনটি গান প্রকাশিত হলো রক্তের। ইতিমধ্যে ডানাকাটা পরীটি বেশ সাড়া ফেলেছে মিডিয়া পাড়ায়। এছাড়া ধীম তা না গানটিও নজর কেড়েছে।
এর আগে, গত ১ আগস্ট ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবির প্রথম টিজার ইউটিউবে মুক্তি পায়।
আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত বিগ বাজেটের 'রক্ত'। এতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীকে। ছবিতে তার সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রিক্ত রোশান।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব