ঝগড়াও মাঝে মাঝে বেশ সুন্দর হয়। উপভোগ করার মত হয়। একজন ঐশ্বরিয়া প্রেমিক-স্বামী। আরেকজন ঐশ্বরিয়ার 'প্রেমে পড়তে' চাইছেন। টুইটারে ঝগড়া বেঁধে গেল এই দু'জনের মধ্যে।
প্রথম জন অভিষেক বচ্চন। দ্বিতীয় জন প্রীতি জিন্তা। করণ জোহরের ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন ঐশ্বরিয়া। সেই ছবিতেই ঐশ্বরিয়ার লুকস দেখে অভিভূত প্রীতি জিন্তা। ছবির টিজার দেখে প্রীতি টুইট করেছেন, 'আমার ঐশ্বরিয়ার উপর গার্ল ক্র্যাশ হয়ে গেছে। আমাকে বাঁচাও!!' টুইটারেই যার জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। দেখুন তিনি কি লিখেছেন-
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-২১