জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবারের মতো রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন। রিয়েলিটি শো চ্যানেল আই ক্ষুদে গানরাজে অতিথি বিচারকের দায়িত্বে দেখা যাবে 'অগ্নি'খ্যাত এ তারকাকে। এ শোয়ে নিয়মিত বিচারকের দায়িত্বে আছেন ফেরদৌস আরা ও এস আই টুটুল।
অতিথি বিচারকের দায়িত্বে থাকার বিষয়টি মাহি নিজেই স্বীকার করেছেন। জানান, বুধবার সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে হাজির ছিলেন তিনি। খুব শিগগির মাহির পর্বটি দেখানো হবে। প্রথমবারের মতো এমন দায়িত্ব পালন করতে পেরে মাহি বেশ উচ্ছ্বসিত। ক্ষুদে প্রতিযোগীদেরও প্রশংসা করেছেন। মাহি বলেন, বাচ্চাগুলো চমৎকার গায়!
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা