বলিউড অভিনেত্রী তিনি। অথচ বলিউডের পার্টিগুলো আদৌ টানে না তাকে। রূপালি দুনিয়ার রকমারি গুঞ্জনেও তার কোনও আকর্ষণ নেই। তবে কাজকে বেশ পছন্দ করেন তিনি। বলা হচ্ছে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া দিশা পাটানির কথা।
এ প্রসঙ্গে দিশার ভাষ্য, ‘আমি ফিল্ম পার্টিগুলোতে যাই না। সেই অর্থে আমি অসামাজিক। আমি মদও খাই না। কারণ, আমি বাইরে খুব একটা বের হই না। যে সব গুজব রটছে, সে সম্পর্কে কোন খোঁজখবরও রাখি না। আমি এসব ব্যাপারে খুবই অস্বস্তি বোধ করি। কাজ বা মহড়া থাকলেই, আমার ভালো লাগে’।
দিশা আরও বলেন, ‘আমি খুবই লাজুক ও অন্তর্মুখী। বাড়িতেই বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসি। শুধুমাত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সাক্ষাৎকার দেওয়ার সময় বাইরে বের হই। কারণ এগুলো পেশার অঙ্গ’।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব